এ কেমন ছোঁয়া দিলে আজ আনমনে
অশান্ত হলো মন বিনা কারনে
আড়চোখে চেয়ে দেখি অপলক তুমি
স্পন্দন বেড়ে গেল
মন হলো কবি।
বারেবারে উদাসীন হয়ে যাই কাজে
ঐ চোখ হানা দেয়
মরি আমি লাজে,
আভরণ করে তাকে হই মোহনীয়
আজকের দিন মনে রবে স্মরণীয়।
এ কেমন জোয়ার এলো এই মনে
আসে নাই এত প্রেম এই জীবনে
হিম হিম হেমন্ত ছড়ালো যে সুর
আজ সব মিঠে লাগে যেন মিঠে গুড়।
হেমন্তে ঝরলো প্রেমের বাদল
ভিজে ভিজে মনে মনে ফোটে শতদল।
আড়চোখে আর নয়
হোক চোখে চোখ
তৃষিত হৃদয়ে হোক প্রেম যোগ
গুনগুন করে গাই
হৃদয়ের কথা
সেরে যাবে তাতে যত হৃদয়ের ব্যথা।
পুরানো মনটা নতুন করে
পলাশের রঙেআজ রঞ্জিত ওরে
তাই আজ অফুরান কথার ডালি
পেয়ে গেছে মন আজ বাগানের মালি।