এখনতো আমি চল্লিশোর্ধ
সায়াহ্ন কাল হলো প্রারব্ধ
জীবন এখনো খুব আরাধ্য
মিছে শাসন আর চোখ রাঙানো
এখন এসব বাতিল প্রাধান্য,
মিথ্যে কেন সময় হারাই
তার ভারেতেই আমি ডুবাই
আমার সকল প্রাপ্তি,
রুখবো এমন শাস্তি।
টুকরো কিছু নীল স্মৃতি
নষ্ট করেছে আমার প্রীতি
এখন সেসব পূর্ব ভীতি
মূলোৎপাটনের নিয়েছি নীতি,
মায়ার বিথী থাকুক আমার
সায়াহ্নকালে থাকুক অপার
প্রেম, প্রীতি আর সুখের গীতি।