তোমায় আমি ভালবেসে দিয়েছিলাম মনটা
বিনিময়ে বেজে গেল জীবনের ঘন্টা ।
বুঝিনিতো তুমি আমায় দিয়েছিলে ছলনা
ভেবেছিলাম তুমি আমার স্বর্গ রাজ্যের ললনা ।
জানিনাতো কি এমন দোষ করেছি আমি
সাদা মনে কাদা দিয়ে সুখে আছো তুমি ।
আমি বাসি তোমায় ভালো তুমি বাস তাকে
হৃদয় থেকে ঘৃনা করি তুচ্ছ বলে যাকে ।
নারী জাতি কোমল মতি এমনইতো হয়
একজনের মন চুর্ন করে আরেক জনকে জয় ।
আছ তুমি মহা সূখে আমি মহা সাগরে
প্রেমের খেলা খেলছো তুমি মহা প্রেমের আসরে ।
তোমার যত দুঃখ আছে আমায় দিয়ে দিও
আমার যেটুক সূখ আছে তুমি নিয়ে নিও ।
তোমায় আমি ভালবাসি মনটা আমার রিক্ত
তোমার তরে অশ্রুজলে থাকি সদা সিক্ত ।
মানব জাতি চামের ছাতি নাহিকো চলে বেকে
ভিতরটাকে যায়না চেনা বাহিরের রূপ দেখে ।
সব ভুলে প্রেমিক তোমায় এই মিনতি রাখে
মোদের ভালবাসা যেন সারাজীবন থাকে ।