একই সাথে পড়ছে ওরা একে অন্যের সঙ্গী
থাকেন তারা বাসা নিয়ে গাজিপুরের টঙ্গী ।
চাল চলনে যায়নি বোঝা ওদের কোন ভঙ্গী
সম্প্রতিকাল জানতে পারলাম ওরা নাকি জঙ্গী।
নিয়মিত পড়ত নামাজ চলত শান্ত শিষ্ট
দেখে তাদের বুঝতনা কেউ ওরা এত দুষ্ট ।
দেশের বাড়ি নীলফামারি পিতা ভুমি চাষী
উচ্চ শিক্ষা শিখতে এসে হলেন সর্বনাশি ।
সঙ্গ দোষে লোহা ভাসে জানে সর্বজন
অল্প বয়সে যায়যে খসে মায়ের বুকের ধন ।
মগজ ধোলাই করে তাদের দেয় যে মাঠে ছেড়ে
হুশ থাকেনা তখন তারা ধেয়ে আসে তেড়ে ।
বিষ্ঠা খাওয়া শুয়ার যেমন পায়না সঠিক দিক
মগজ ধোলাই করার পরে তারাও তেমন ঠিক ।
মিষ্টি মধুর কথা শুনে তাদের টোপে পড়ে
না বুঝিয়া পিশাচের ন্যায় মানুষ হত্যা করে ।
আল কোরানে লেখা আছে মানুষ হত্যা পাপ
আল্লা তাদের কোন দিনও করিবেন না মাপ ।
জেন্দেগীভর নেকের কোঠা হোক না যতই জমা
সবই যাবে পাপ মোচনে হবেনাতো ক্ষমা ।
ভুলবশত আছ যত আড়ালে গোপন
রাষ্ট্রের কাছে কর সবাই আত্মসমর্পন ।
অন্যায় করলে বিধান মত শাস্তি পেতে হয়
জাতির কাছে ক্ষমা চাওয়ার এখনই সময় ।
সব কিছুকে ভুলে গিয়ে দেশকে ভালোবেসে
ফিরে এসো সোনার ছেলে ফিরে এসো দেশে ।
কেন হবে সোনার দেশে যুব অবক্ষয় ?
বঙ্গব্ধুর সোনার বাংলায় এমনতো হবার নয় ।
বাংলাদেশের মানুষদের ভাই অতি কোমল মন
কষ্ট করে মানুষ করে নাড়ি ছেড়া ধন ।
আসল কথা বলি আমি শোনেন সকল ভাই
বাংলাদেশে জঙ্গী বলতে কোন কিছু নাই ।
সোনার দেশে সোনার মানুষ আমরা সোনার জাতি
নরঘাতকের বংশধররাই আজকে আত্মঘাতি ।
ভয় পাবেন না তাদের কেউ, করবেন না শির নত
পারলে এদের সবাই মিলে করুন প্রতিহত ।
একাত্তুরের কঠিন যুদ্ধ, তাই করেছি জয়
সেই তুলনায় এরাতো ভাই তেমন কিছুই নয় ।
আপনি শুধু নজর রাখুন পরিবারের দিকে
খুব শিঘ্রই দমন হয়ে উঠবে এরা সিকে ।
আল-বদর আর রাজাকারের বংশ আছে যত
উচিত শিক্ষা পাবে তারা একাত্তুরের মত ।