লেখা পড়া শিখলেই যে চাকরী করতে হবে
এ কথাটি আগে ছিল এখনতো নয় তবে ।
এখন হল আধুনিক যুগ নয়তো আগের মত
উপার্জনশীল কর্ম কান্ড আছে শত শত ।
এমন অনেক কাজ আছে করলে সবাই মিলে
দারিদ্রতার কথা একদিন সবাই যাব ভুলে ।
কোনটা রেখে কোনটা করবে ঠিক পাবে না শেষে
অনেক কিছুই করার মত আছে মোদের দেশে ।
একটুখানি ভেবে দেখ মোদের দেশের কথা
সোনার মত ফলবে ফসল চষলে যথা তথা ।
সোনাই কি সোনার তুল্য আর কি কিছু নয় ?
সোনা ছাড়াও সোনার মত অনেক কিছুই হয় ।
গরু ছাগল হাঁস মুরগী কুটির মৎস্য চাষে
দৈন্যে আনে স্বচ্ছলতা অক্সিজেন দেয় গাছে ।
বিদ্যা বুদ্ধি খাটাও যদি সঠিক ক্ষেত্রে সবে
লেখাপড়ার সার্থকতা সফল হবে তবে ।
কাজ করলে মান যাবে না বাড়বে যে সম্মান
বেকারত্ব দুর হবে দেশের আসবে পরিত্রাণ ।
এসো দেশের যুব সমাজ শিক্ষিত বেকার
সবাই মিলে কাজ করব করি অঙ্গিকার ।
কাজ করব দেশ গড়ব দাও সবে সম্মতি
নিজে হব স্বাবলম্বী দেশের হবে উন্নতি ।
নিজের কাজ নিজে করব লজ্জা নেই যে তাতে
কাজ করব দেশ গড়ব খাবো দুধে ভাতে ।