গণতন্ত্রের ইস্যু নিয়ে রাজনৈতিক দন্দ
দেখতে যেন লাগছে ভালো শুনতে নয়তো মন্দ ।
মাঝে মাঝে নাকে আসে মানুষ পোড়া গন্ধ
এ ব্যাপারে রাজনীতিকদের শীতল ভ্রম্মরন্দ্র ।
বিশ্লেষকদের বিশ্লেষনে নেই কোন ছন্দ
বলার জন্য বলছে তারা মুখ রাখছেন না বন্ধ ।
এই ভাবে মনে হয়না হবে কোন এ্যানসার
টক-শো এখন যেন জাতির কাছে ক্যানসার ।
রাজনীতিতে রাজনীতিকদের রাজনৈতিক কৃষ্ট
জনগনকে নানাভাবে করছে পদপৃষ্ট ।
দখল নিয়ে দুই দলের চলছে রণ যুদ্ধ
মাঝখানে জনগনের ধোঁয়ায় শ্বাস রুদ্ধ ।
ভাবছেন না কেউ করছেন তারা ভুল কিবা শুদ্ধ
এসব দেখে জনগণ ক্রমে ক্রমে ক্ষুদ্ধ ।
বগল তলে রসুন দিলে শরীর গরম হয়
এটা কিন্তু রাজনৈতিক সমাধান নয় ।
খর্ব হচ্ছে দেশের অর্থ শিক্ষা হচ্ছে পন্ড
চিরতরে ম্লান হচ্ছে জাতির মেরুদন্ড ।
নির্বাক হচ্ছে দেশ জনতা, তান্ডবলীলা দেখে
চলে গেল অনেক প্রাণ, অনেক কিছু রেখে ।
পেটের দায়ে নিরিহ মানুষ কর্মে যায় যখন
পথে ঘাটে নাশকতার শিকার হয় তখন ।
নেতা মন্ত্রী সবাই এসে বিবৃতিতেই সার
শীর্ষস্থানে বসে তারা কথা বলেই পার ।
রাজনীতি করতে হলে দরকার আরো শিক্ষার
এই ধরনের রাজনীতিকে জনগনের ধিক্কার ।
সংবিধানের কথা বলুন মেনে অভিধান
সেই মোতাবেক কাজ করুন, যদি শান্তি চান ।
কি যন্ত্রণা নাশকতার অনলে দহন
যে পুড়েছে সে বুঝেছে, কি কষ্ট বহন ।
অগ্নিদগ্ধে শিকারীদের বুক ফাটা কান্না
আকাশ বাতাস শিউরে উঠে, এমন যেন আর না ।
অসুস্থ পরিবেশ বিরাজ করছে সারাদেশ
সহিংসতা, বিদ্বেষ, এসব হবে কবে শেষ ?
অবসানের প্রতিক্ষায় জনমনে ক্লান্তি
দেশবাসী চায় এখন শুধু কেবল শান্তি ।
দুই দলকেই বলব আমি, ভেঙ্গে অভিমান
আজাব থেকে জনগণকে করুন পরিত্রাণ ।