স্বাধীনতা যেন কালো আঁধারের ঝলমলে জ্যোতি
স্বাধীনতা যেন বাঙ্গালী জাতির এক তৃপ্ত অনুভূতি।
বাংলার স্বাধীনতা এনেছে যারা
সেদিনের বিপ্লবী ভাইয়েরা আজ কোথায় তাঁরা?
মৃত্যুর ভয়ে কেহ সেদিন পালায়নি পিছে
দেশকে করিয়া স্বাধীন, তারা আজ এই মাটির নীচে।
গোলা বারুদ আর গুলি বর্ষনে কত লোক যেন হয়েছে হত
স্বাধীন করিয়া দেশ কামিয়াব হয়েছে আমাদের সকল ব্রত।
তাঁরাই ছিলেন প্রকৃত স্ব-দেশ প্রেমে ভক্ত
যারা কোন দিন লুটায়ে দেননি, আপন অধিকার মক্ত।
আমাদের সে মহিয়ান ভাইয়েরা রেখেছেন, তাঁদের অনুদান কত শক্ত
দেশকে করিতে স্বাধীন, দিয়েছেন কত প্রাণ কত রক্ত।
সারা দেশে ছিল যখন নিথর পরিবেশ
পাক সেনারা করল তখন দখল বাংলাদেশ।
সেই মুহুর্তে বাঙ্গালীদের করার কিছুই ছিল না
রুখতে হবে শত্রু সেনা, যুদ্ধ কারো নেই জানা।
অবাক দেশের জনগন আর নিঠুর নিরবতা
মনের মাঝে লুকিয়ে ছিল, এক কঠিন নিস্তব্ধতা।
অবশেষে সবাই মিলে শত্রুমূখী হল
দা, বটি আর খন্তি হস্তে, যার যা কাছে ছিল।
আকাশ বাতাস চতুর্দিকপাশ সব যেন নিস্তব্ধ
বীর বাঙ্গালীদের রণ-কৌশলে শত্রুরা হল জব্ধ।
হিংসা বিদ্বেষ লোভ লালসা সব করে বর্জন
শৃঙ্খলমুক্ত স্বাধীনতা মোরা করেছি অর্জন ।
যার নেতৃত্বে রচিত হয়েছে ইতিহাস চিরঞ্জীব
সেদিনের সেই মহান নেতা, জাতির পিতা শেখ মুজিব।
যার চেতনায় স্বাধীনতা পেয়েছি, পেয়েছি আত্ম মান
চির দিন তাঁরে রাখিব শ্মরন, ঘটিতে দেব না তাঁর কৃতিত্বের অবসান।
স্ব-দেশের টানে ধ্যানে-মানে-প্রাণে, দিয়েছেন যারা আত্মবিসর্জন
আমরাও তাঁদের পদাংক অনুশ্মরে করব পদার্পন।