মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই,
মায়ের চেয়ে মধুর বুলি আর যে কিছু নাই ।
পৃথিবীতে আছে যত শ্রেষ্ঠতম সূখ,
তুচ্ছ বলে মনে হয় যে দেখলে তোমার মুখ ।
সবার চাইতে বেশী মোরা তোমায় ভালবাসি,
মন ভরে যায় যখন দেখি তোমার মুখে হাসি ।
ত্রিভুবনে তোমার সাথে কারো তুল্য নাই,
মন জুড়ানো শান্তি মোরা তোমায় দেখলে পাই ।
আঘাত পেলে শ্মরন করি যখন তোমার কথা,
সবার আগে মনের টানে পাও যে তুমি ব্যাথা ।
শুকনো যায়গায় রেখে আমায় তুমি ছিলে ভিজে
এখন বুঝি সে দিন তুমি কষ্ট করছো কি যে ।
শীতের রাতে দুধ খাওয়াতে উঠে বার বার,
পারবোনাতো কোন দিনও, সেই ঋণ শোধবার ।
আমার প্রসব কালে তুমি কেঁদেছিলে যে দিন,
এই পৃথিবীর আলো আমি দেখেছিলাম সে দিন ।
যখন তুমি দেখলে আমার কান্না ভরা মুখ,
ভুলে গেলে সকল ব্যাথা শীতল হল বুক ।
তোমার পেটে জন্ম নিয়ে করি সদা গর্ব,
তোমার পায়ের নীচেই মোদের পরকালের স্বর্গ ।