হওনা যতই অষ্টাদশি আমার কাছে বারো
গায় গতরে হলেও বড় মগজ হয়নি গাঢ় ।
মগজ গাঢ় হলে পরে হয়না ক্ষত কারো
আমার সাথে চলতে হলে জানতে হবে আরো ।
জানতে হলে মানতে হবে জানার নেই যে শেষ
জানার সাথে থাকতে হবে শিক্ষার কিছু লেশ ।
শিক্ষা ছাড়া জ্ঞানের ধারা বৃদ্ধি পায়না কভু
অর্থ বিত্ত থাকেও যদি শিখতে হবে তবু ।
শিক্ষা সহ জ্ঞান অর্জন করতে যদি পার
তোমার মাথার মগজগুলো হবে আর গাঢ় ।
তোমার মধ্যে না যদি থাকে যথা যথ শিক্ষা
সবাই তোমায় দিবে তখন অবহেলায় ধিক্ষা ।
জ্ঞান অর্জন শুধু কেবল পাঠশালাতেই হয়
তা ব্যাতিত জ্ঞান হয়না এটা সঠিক নয় ।
চেষ্টা করলে হয়না এমন নেই যে ধরায় কিছু
চেষ্টা কর চেষ্টার মত ছুট পিছু পিছু ।
চেষ্টা শুধু চেষ্টাই নয় জোর সাধনা কর
তবেই হবে অষ্টাদশি তা না হলে বারো ।
আমার মনটা দিলেম তোমায় যত্ন করে রেখ
তোমারটাও দিবে কিনা একটু ভেবে দেখ ।
সকল কথার অর্থগুলো বুঝবে তুমি যেদিন
অষ্টাদশির যথার্থতা সার্থক হবে সেদিন ।
বাদ রাখিনি বলতে আমি মনের কথা কিছু
ভাবতে পার সোনার মোহর নইলে হাতের টিসু ।
এত কিছুর পরেও যদি বুঝতে নাহি পারোই
সারাজীবন আমার কাছে রইবে তুমি বারোই ।