যা চাই তাই পাই খাই করে আচ্ছা
তেতুলের রসও খাই কোন কিছু বাঁধা নাই
আমি এক শুয়ারের বাচ্চা !

বুঝিনাতো তাল লয় ছন্দ
তাই কিছু যায় আসেনা লোক গালি মন্দ ।

এক কান খোলা রাখি আরেক কান বন্ধ
নাকটাকে টিপে রাখি যদি আসে গন্ধ ।

চোখ টেরে বসে থাকি আশে কিছু লব্ধ
জিব নেড়ে সত্যকে করে দেই জব্ধ ।

যা পাই তাই খাই মনে করে লাচ্ছা
না বাছাই না যাছাই;
আমি এক শুয়ারের বাচ্ছা !


বিঃ দ্রঃ- এই কবিতাটি  রাজনীতি বিদদের উদ্যেশ্যে  লেখা