এমন যদি হত
ইচ্ছে হলেই ডানা মেলে উড়তাম পাখির মত ।
ডানা মেলে বিশ্বজুড়ে দেখতাম সৃষ্টি যত
সৃষ্টিকুলের বাইরেও জানার আর কি আছে কত ।
বেঁচে যদি থাকতে পারতাম বছর শত শত
সকল কিছুই জানতে পারতাম পুর্ন হত ব্রত ।
এমন যদি হত
বাংলাদেশটা হত যদি আমেরিকার মত
কারো কোন ধার ধারতামনা মাথা করে নত
চুর্ন জীবন পুর্ন করতাম হতোনাতো ক্ষত ।
এমন যদি হয়
এই পৃথিবী আর কখনো হবেনাতো লয়
মাত্রা ছাড়া কর্ম দ্বারা সব করিতাম জয় ।
হর হামেশা রঙ তামাশা থাকতোনাতো ভয়
সারাজীবন থাকবে অক্ষয় হবেনাতো ক্ষয়
যত কথাই বলিনা ভাই এমন হবার নয় ।