মনে রেখ শাসক তুমি যত কিছুই হও
জনগন-ই সকল ক্ষমতার উৎস্, তুমি কিন্তু নও ।
মান বাঁচাতে দান করব সব জান করব কোরবান
একাত্তুরের ইতিহাস তার জলন্ত প্রমাণ ।
পঁচিশে র্মাচ মধ্য রাতে হঠাৎ বিকট শব্দ
ঘুমরে ঘোরে মিল-কারখানা সব করিল জব্দ ।
এক নিমিষেই করল ঝাঁঝড়া র্পূব বাংলার বক্ষ
সকাল বেলা উঠে দখেি শহীদ লক্ষ লক্ষ ।
একাত্তুরের সেই স্মৃতি আজও মনে পড়ে
তক্তপোষে শোয়া মায়ের রক্ত ফোটা ঝরে ।
শিউরে উঠে গায়রে পশম কম্পিত হয় হিয়া
স্রোতের বেগে রক্ত নামছে অলি গলি দিয়া ।
মায়ের রক্তে শীতল হল উষ্ণ দানব প্রাণ
সীমারকেও হার মানাইছে পশ্চিম পাকিস্তান ।
এলো দেশে হায়নার বেশে পাক-বাহনিী হানাদার
এক পলকে গুড়িয়ে দিল মানুষ মেরে একাকার ।
ছুটছে তারা দিশে হারা করছে শুধু হা-হাকার
বঙ্গবন্ধুর ডাক এসেছে, ভয় পেওনা তোমরা আর ।
হাতের কাছে যার যা আছে ঝাপিয়ে পড় শত্রুর পাছে
হটাও শত্রু ঠেকাও দেশ, থাকবো মোরা মোদের দেশে ।
শক্ত হাতে লাঠি ধর, পালিয়ে যাবে কুকুর বেশে
সত্যি তারা পালাবারও পথ পেলনা অবশেষে ।
নয় মাস যুদ্ধের পরে পরাজয় বরন করে, করে গেলেন যুদ্ধ শেষ
স্বাধীন হল বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ ।