আজকের কাজ ফেলে রাখি আমি করব বলে কাল
কাল উঠে দেখি মাথায় আমার দায়িত্ব হাজির বিশাল ।
সে দায়িত্ব রিতিমত আমি করিতে পারিনা আর
দিনে দিনে মোর বহু কার্য জমে সময়যে নেই করিবার ।
এখন যে কি করি ভেবে আমি মরি নেই কোন চাল
এমনি করে দিন চলে যায় মাস বছর যুগ সাল ।
দিনের পর দিন কর্তব্যের অধীন কার্য্য মোর করিতেই হবে
কার্য্য ছাড়া এ জগতে বেঁচেছে কে কবে ?
আপনার কাজ করে দিবে এমন কেহ অবসর নাই
যার যার কাজে নিয়মিত সাজে মত্ত সবাই ।
নিজের কাজ নিজে করা ভাল পরের আশা ছাই
যেদিনের কাজ সেদিনই সার কালকের কোন ভরসা নাই ।