ভালোবেসে ওগো ডাকিছো মোরে
কি জানি কি বুঝি ;
হৃদয় কহিছে আঁকিতে মোরে
তোমার ললাটে চুমি।
রাতের-ও আঁধারে আলোয় ভরিয়ে
যেমনি জ্বলিছে জোনাক;
তুমি কহিতে লাগিছে মধু
সে আর যেমনি শোনাক।
এত ভালো কেন লাগিছে মনে
শুধালেম আপনারে;
হিয়া জুড়ি মোর খুশির আমেজ
পড়িল কোন আষাঢ়ে।
মলিন বদন হইল রঙিন
কোন সে হাওয়ার ফাগুনে;
জ্বলিয়া পুড়িয়া হইলাম শেষ
তোমার প্রেমের আগুনে।
নয়ন পুরিল তোমারে দেখি
চাহিছো তুমি কোথা;
দেখিলে মোরে পারো কি বুঝিতে
আপন মনের কথা।
(বিঃদ্রঃ- কবিতাটির ভাবপ্রকাশের একমাত্র কারণ হল-নতুনের মাঝে পুরাতনের পুনরাবৃত্তি।)