কেমনে বাসিছো ভালো আমারে ছাড়ি;
হইয়া কেমনে বলো অচীন নারী।
একাকী জীবন হেরি রহিছে পড়ে;
ভাঙ্গিছো হৃদয় মোরে শূন্য করে।
বহিছো আপন চোখে শ্রাবণ হয়ে;
মিশিছে তোমার স্মৃতি আমার তরে।  
জাগিছো হৃদয় মাঝে স্বপ্ন হয়ে;
উড়িছো মেলিয়া ডানা অন্যজনে।
রাখিয়া মাথা তুমি কাহারও বুকে;
রহিয়াছো আহ্লাদী কতোনা সুখে।
মাখিয়া হাজার রঙ সাজিয়ে তনু;
হয়তো'বা হয়ে আছো কাহারও জানু।  

(বিঃদ্রঃ- কবিতাটির ভাবপ্রকাশের একমাত্র কারণ হল-নতুনের মাঝে পুরাতনের পুনরাবৃত্তি।)