নিন্মাসনে কহিয়া বসে সমানীত করো তারে,
দূর্ভেদ্যতমসাবরণ করিয়া ভেদ প্রীতির শাসন লয়ে।
শরণাগত হইয়া আজ দাঁড়াইয়া তোমার দ্বারে,
হে জগদিশ্বর! ভূদয়ে সমত্থিত করো তারে।।
জগৎ-জুড়িয়া স্বার্থসাধনে সদায় ব্যাস্ত নর,
রাহাজানি, খুন-খারাবি,পদসঞ্চারে ঈর্ষাতে আচ্ছন্ন।
নর নিয়মনে বিজিত নহে করিয়া হুশিয়ারি,
শত যমযাতনে ঠাহর করিয়া হইয়া প্রহরি।
মঙ্গলারূপে উপনীত করো কহিয়া আকুল স্বরে,
হে জগদিশ্বর! ভূদয়ে সমত্থিত করো তারে।।
সর্বব্যাপি সেচ্ছাচারি দুরাশয় পথযাত্রি,
মিথ্যাজালে জড়ায় আপন ঘটায় ঘৃণাবুদ্ধি।
সদ্ভাবলয়ে অচিরেই জাগে যেন দক্ষকারিগরি,
উদরপূর্তি করিতে স্ববেশে হইয়া স্বৈরাচারি।
অভিপ্রায় স্বরে কহিনু তোমা হাজারো বছর ধরে,
হে জগদিশ্বর! ভূদয়ে সমত্থিত করো তারে।।