প্রায়ই চোখে পড়ে-
ফুটপাতে জড়ো হওয়া শীর্ণকায় মানুষের ভীড়।
ক্ষুধার্থ পাখির মত খুঁজে-ফেরে শহুরে রাজপথে।
হানাদেয় পথের দু'ধারে ডাস্টবিনে।
খাদ্যের ঘোর অনটন ওদের,
নারী-পুরুষ আবাল-বৃদ্ধ সবে
অর্ধবস্ত্রে ধাবিত জীবন সাহাহ্নে।
তবু বেঁচে থাকার স্বপ্ন দেখে
ধনীর বিলাসিত ধ্বংস সাধন উচ্ছিস্ট খাদ্যে।
কখোন কোথা থেকে ওদের আগমন,
কোন অধিকারে সে আশায় স্বপ্নমুখি?
কোথাও কোনো স্লোগান নেই!
করে চলেছে ভারত-স্বচ্ছ অভিযান।