আমি তখন ভীষণ ছোট্ট উড়তে নাহি পারি,
মিষ্টি হাওয়ায় কেবল আমার ডানা মেলে ধরি।
হঠাৎ একদিন দুষ্টু হাওয়া বলল আমায় এসে-
উড়বে তুমি আমার সাথে আর থেকোনা বসে।
ভয়ে-ভয়ে যেই না আমি বাড়িয়ে দিলাম ডানা,
হারিয়ে গেলাম কোথায় আমি ছোট্ট পাখি ছানা?

উড়তে-উড়তে ক্লান্ত আমি ফিরবো আপন ঘরে,
দুষ্টু হাওয়া কোথায় যেন মিলিয়ে গেল দূরে।
ভয়ে কেবল থাকি আমি উড়বো কেমন করে,
দুষ্টু হাওয়া আসবে কখন ফিরিয়ে নিতে ঘরে।

কেটে গেছে অনেকটা দিন ভাবি আপন মনে,
এখন আমি অনেক বড় লোহার খাঁচার তারে।
চোখ মেলে দেখি কত মুক্ত পাখির ঝাঁক,
আজও আমি উড়বো ভাবি!আজ না হয় থাক।

এখন কেবল ডানা ঝাপটায় চোখের জলে ভাসি,
দুষ্টু হাওয়া আসবে কবে? আশায় শুধু থাকি।
অনায়াসে উড়বো আমি খুঁজবো আপন সখী,
উড়ার স্বপ্ন হারিয়ে আমি বন্দি খাঁচার পাখি।