আজ আমি ভীষণ একা তোমাকে হারিয়ে-
সমস্ত পাওয়া আজ শূন্য তোমায় ছাড়া।
দিনের সোনালী আলোয় তুমি মিশে যাও,
ফিরে আসো রাতের আঁধারে মায়াবী পরী হয়ে।
চোখ বুজলে ফুটে ওঠো মনের ক্যানভাসে।
ছুয়ে যায় চেনা আবেশ,
খুঁজে পায় মিষ্টি গন্ধ।
চোখের পাতায় এসে জমা হয় স্মৃতির বাহার।
জানিনা কোন মায়া নেত্র-জালে আমাকে বেধেছ,
বেধেছ তোমার ভাবনা নদীর নাও কর।
যখন চলেই যাবে---
তবে কেন এসেছিলে আমার জীবনে-
মৃত নদীর বুকে সুরের স্রোত হয়ে
পাল-তোলা নৌকার মতো
বয়েছিলে অবিরত।
তবে কেন আজ-
আমার রোদেলা আকাশে বৃষ্টি হয়ে ঝরে পড়ছো।
কেনো সেই সমুদ্রের ঢেউয়ের মতো
আছড়ে পড়ছো আমার বুকে।