ঘুম জড়ানো চোখে যখন তোমার প্রতিক্ষায়,
অন্ধকার ক্রমশ নির্জন নিস্তব্ধতায়।
প্রভুত ভাবনা সৃষ্ট উদিত হৃদয়,
এক-দৃষ্টি চক্ষু তখন তোমার পথ চায়।
বসন্ত আজ নিমজ্জিত ভোরের কুয়াশায়।
সমস্ত প্রবঞ্চনা কাংখিত বস্তুর মতো ভেসে,
জট মাথায় কেবল সুখের প্রহর গুনে
যদি একটু কুয়াশা সরে বসন্তের দেখা পায়।
শেষ জীবনে প্রায় প্রতিটি মানুষের পদার্পন;
সেখানে অজানা সুখের সন্ধান খোঁজে।
কেউবা যদি সে সুখ বোঝে,
সমস্ত কিছুর বিনিময় নিজেকে করে অর্পন।