আমি শুনেছি-
শুনেছি রাতের অন্ধকারে  
আকাশের বুকফাটা আর্তনিনাদ,
সে আর্তনাদে কম্পিত বুকের বাম পাঁজর।
দেখেছি ওর চোখে বিদ্যুতের ঝলকানি
আর জমিনে উগড়ে দেওয়া একরাশ ক্ষোভ।  

আবার দেখেছি-
চোখের কোণে জমা স্বচ্ছ বরফের খন্ড,
অবনীর বুকে আঁচড়ে পড়া সে খন্ড
অবনীকে করেছে বিদীর্ণ।
আবার সে কোণে জমা জল
পৃথিবীকে করেছে পুষ্ট।