আমার বঙ্গভূমি,আমার বঙ্গভাষা,
দারিদ্রতায় ছিন্ন আমি হারিয়েছিলাম আশা।
তোমার কোলে,তোমার বুকে রাখতে নারি মাথা,
তোমায় ছেড়ে তাই বেঁধেছি অনেক দূরে বাসা।
ভুলতে নারি তোমার গাঁয়ের কাচা মাটির গন্ধ,
শরতের মন মাতানো কাশফুলের ছন্ধ।
ঘুম ভাঙ্গানো ভোরের পাখির মিষ্টি কলতান,
রাঁখাল ছেলের বাঁশির সুরে ভাটিয়ালি গান।
আজও আমার চোখে ভাসে কাচা মাটির পথ,
বৃষ্টিতে হাটু কাদায় গরুর গাড়ির রথ।
সন্ধাতে মোমের বাতি পাখির কলরব,
নিশিরাতে ভেসে আসা শৃগালের হাক।
মন আজও পড়ে আছে পদ্মা-নদীর তীরে,
সোনার ফসল ফলতে দেখা মাটির বুক চিরে।
সোনার তরী পাল তুলেছে হাজার স্বপ্ন ঘিরে,
ইচ্ছে করে ফিরতে আমার জন্মভূমির নীড়ে।