মাঝে মাঝে তোমার জন্য একটা
বুর্জ খলিফা বানানোর বড্ড শখ হয়,
মাঝে মাঝে আবার ভাবি মিশরের সেই বালুচরে
খোলা আকাশের নীচে থাকলে কেমন হয়।
ভাবনা হয় রোজ,
অনেক হলো, চলো এবার নিজেকে গুছিয়ে ফেলি।
জীবনটাও অনেকটা তোমার কপালের পাশে
ঝুলে থাকা এলোকেশীর মতো,
যতবারই গুছিয়ে রাখো না কেন,
অগোছালো থাকতে সে অভ্যস্ত।
তোমার সেই রূপের সঙ্গী হওয়ার ইচ্ছে আমরণ,
তাই তো গোছাতে চেয়েছিলাম এ জীবন ।
আর গোছাবো না,
এভাবেই থাক জীবন, ভাবলাম মনে মনে ,
চলুক না আর কিছুকাল, এলোকেশীর অনুকরণে।
বিন্দোল, পশ্চিমবঙ্গ, ৩১/০৩/২০২২