তোমার জন্য এক টুকরো পাহাড় কেনার ভীষণ শখ।
         তুমি রঙিন করে তুলবে,
                     সেই ধূসর শৈলশিরা টিকে।
         যেমনটি সাজিয়ে তোলো রোজ,
                  আমার অন্তঃপুর রাজ্যটিকে।
আমি সমগ্র বিশ্বকে জানিয়ে দিতে চাই
              তোমার নীরব কারিগরিতা।
রঙিন পাহাড়টির চূড়ায় তোমার খয়েরি রঙের সেই কাঠের বাসা।
    যেখানে আমার সাথে বসবাস করার আকাঙ্ক্ষা তোমার বহুদিনের,
আমায় নিয়ে চিলেকোঠায় বসে নক্ষত্র দেখার ইচ্ছে,
   সাথে তোমার নানাবিধ জিজ্ঞাসা আমার প্রতি ক্ষনে ক্ষনে,
আমাকে ঘন ঘন অবাক করে দেওয়ার অভ্যেস তোমার বহুকালের।
       তোমার সমস্ত ইচ্ছে পুরন করে,
স্বয়ং সুখী হওয়ার ভীষণ ইচ্ছে আমার।
তাই তো সর্বপ্রথম এক টুকরো পাহাড় কেনার ভীষণ শখ আমার।