দুঃখ আমার ভিতর বাহিরে
ইট-পাথরের যান্ত্রিক শহরে।
কাঁদে মন বার বার
সুখ পাখিটা আসেনা একবার।
সুখ নেই বিশাল অট্রালিকায়
তবে কি ছেড়া কাঁথায়?
সুখ তোমায় খুঁজে বেড়ায়
ব্যস্ত তুমি লুকোচুরি খেলায়।
সুখ নাই রাত-দুপুরে
দুঃখ আমার ভিতর বাহিরে।
সুখ তুমি কোথায় হারালে?
রঙের দুনিয়া গেল চলে।
ভাল থাকিব কি করে
যেতে চাই হারানো কৈশোরে।


১৬ অক্টোবর, ২০১৮ খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মনবাড়িয়া।