সকাল সন্ধ্যা ঘাম ঝরায়
খেটে খাওয়া শ্রমিক,
যেমন ইচ্ছা তেমন খাটায়
রক্ত চোষা মালিক।

রাত দুপুরে অপার গতিতে
করছে কত কাজ!
তবু কেন জুটছে তাদের
অপমান আর লাজ!

মাথার ঘাম পায়ে ফেলে
বদলেছে গ্রাম-শহর,
ধুকে ধুকে কাটছে জীবন
রক্তঝরা নিত্য প্রহর।

সুখের আশায় কাটে দিন
জীবন শেষ করে,
পায় না শ্রমের মর্যাদা
যুগ যুগ ধরে।

আট ঘন্টা কাজ হোক
আট ঘন্টা বিশ্রাম,
আট ঘন্টা বিনোদন হোক
পৃথিবী জুড়ে সংগ্রাম।


২রা মে, ২০১৯ খ্রিঃ || চুনারুঘাট, হবিগঞ্জ।