কাঁদে মন কাঁদে
চার দেয়ালের ভিতর,
কত শত মানুষ
পড়ে আছে নিথর।
স্বজনহারা মা-বাবা
স্বজনহারা ভাই-বোন,
স্বজনহারা তুমি আমি
অচেনা আপন ভুবন।
ছুটে মন ছুটে
দোলে মন দোলে,
কাঁদে মন কাঁদে
নিরবে মন চলে।
কত শত ভাবনা!
খেলা করে নির্জনে,
হাসি-কান্নার দুনিয়ায়
ক্ষনিকের এই জীবনে।
অভাগার কান্দন দ্যাখ
কত শত পাগলামী!
অবসন্ন হৃদয়ে ডাকি
ক্ষণে ক্ষণে অন্তর্যামী।
৬ নভেম্বর, ২০১৮খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া