উত্তাপ দুপুরে খা খা রোদে
উড়ছি নীল সীমানায়,
মুক্ত এক নিঃসঙ্গ শঙ্খচিল
জীবন খেয়ে জীবন বাঁচায়।
শূণ্য আকাশের মাঝে দিবানিশি
ডানা মেলে করি ঘুরাঘুরি,
সাদা মেঘের বুক ছিড়ে
দূর থেকে দূরে উড়ি।
গ্রাম শহর পাড়ি দিয়ে
হাওড় বিল নদী পেরিয়ে,
বিষন্ন বাতাসে নিষ্ঠুর পৃথিবীতে
নিঃসঙ্গ এক শঙ্খচিল দাঁড়িয়ে।
জন্মই যেন অন্তহীন শূণ্যে
বেঁচে থাকার শেষ লড়াই,
ধরণীর ঐ সুমিষ্ট জলধারায়
ঠিকানাহীণ মানষী কিসের বড়াই?
তোমার আমার মাঝে কত মিল!
নীরব কেন স্মৃতিমাখা সুনীল,
হৃদয় কোণে অশান্ত ঢেউ জমেছে
আমি এক নিঃসঙ্গ শঙ্খচিল।