বিপন্ন পৃথিবীতে ঝর্ণা হয়ে
ভেসে যায় এপার ওপার,
পাহাড়ের মত জীবনের স্রোতে
আবেগ অনুভূতির কত বিস্তার!
পাহাড়ের বুক চিড়ে কত আর্তনাদ!
শুনে না কেউ পাহাড়ের কান্না,
বছরের পর বছর ভাবায় যেন
দুখের নদী সৃষ্টি করে ঝর্ণা।
বৃক্ষের মত করে জীবন ধারায়
আঁকড়ে থাকে না যে কেউ,
এ কেমন পৃথিবী, শূণ্যে বসবাস
দুখের নদী হয়ে ফিরে আসে ঢেউ।
দু পাহাড়ের ফাঁকে জলঢাকা
চূড়ায় স্পর্শ করে মেঘ,
নিষ্ফল পৃথিবীতে ক্ষয়িষ্ণু মুহুর্ত
বদলে যায় অনুভূতি, আবেগ।
৩ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।