বাতাসের দাপট ধেয়ে আসে
ক্ষণেক্ষণে আকাশ জুড়ে।
আবছা খোলা আসমানে
হারিয়ে যাওয়া মেঘের সঙ্গম
অপেক্ষারত বৃষ্টির আন্দোলন।
অস্থির গরমে গোধূলীর পরে
অলস সময়ে ছাদের মেঝেতে
ফোঁটা ফোঁটা বৃষ্টির অপেক্ষায়
বসে আছি নিঃসঙ্গ নিশিতে।
ইচ্ছে করছে ডানা মেলে
উড়ে গিয়ে দেখে আসি
হারিয়ে যাওয়া মেঘের ভিতর।
অপেক্ষা শুধু আজ বর্ষণের
টবের উপর গোলাপের ডাল
আর সবুজ পাতাগুলো যেন
নেড়ে নেড়ে ইঙ্গিত দিচ্ছে
মেঘের জমানো ব্যথাগুলো
ঝরে যাবে মৃত্তিকার উপর।
২৮ এপ্রিল,২০১৯খ্রিঃ|| আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।