এশিয়াতে যখন আজারবাইজান-আর্মেনিয়া
যুদ্ধ যুদ্ধ খেলা চলে,
ইউরোপে তখন করোনা মহামারীতে
অজস্র প্রাণ মৃত্যুর কবলে।

একটু উন্নত জীবনের আশায়
ঘর ছেড়ে হন্য হয়ে ছুটে চলা,
এশিয়া থেকে ইউরোপের পথে
কত ছেলে মেয়ে কাটায় বেলা।

দু-চোখে উঠছে যখন স্বপ্ন দুলে
বসনিয়া থেকে যাবে ইতালিতে,
যুগ থেকে যুগান্তরে চলছে মানব
দাসত্বকে পারবে কি মুক্তি দিতে?

ঘর নেই, পানি নেই, নেই কোন খাবার
ধৈর্যে আজো যেন অটল,
জীবন যুদ্ধে ঝরছে তবে অশ্রুজল
নিত্যদিন হানা দেয় আকাশচারীর দল।

হে বিধাতা, জন্ম থেকেই জীর্ণ পৃথিবীতে
রাখলে কেন তুমি আমায়?
হে পৃথিবী, আজিকে তবে বিদায়
স্বদেশভূমিতে নিঃশব্দে কেটে যায়।