শতাব্দী পেরিয়ে ঝরে গেছে
অস্তিত্বের টানাপোড়ন বিচ্ছেদে,
হাজারো ঘর ভাঙ্গার কান্না
শুনতে পাই রাত-বিরাতে।
নিষিদ্ধ প্রেমে পরকীয়ায় আসক্ত
জানিনা কি ছিল মনে,
নষ্ট প্রেমিকার নিত্য ছোবলে
অশ্রু ঝরে তপ্ত দিনে।
লক্ষ কোটি নগ্ন অভিশাপে
যন্ত্রনায় কাতর অভিশপ্ত নগরে,
চিৎকার শুনি নীল আকাশের
অশ্রু ঝরে ঘরে ঘরে।
তিলে তিলে জীবনের পরাজয়
নীরবে শুনি কত চিৎকার!
শূণ্যতায় খুজে ফেরা আবেগ
চুপিসারে দংশন বিবেকের বিচার।
জাত-বেজাতে গড়ে তুলে
নর-নারী সম্পর্ক অবাধে,
বিবেকহীনরা সম্পর্কের বাধন
নিত্যদিনে ছিন্ন করে নির্বাদে।
সুখ দুখের স্মৃতির চিহ্ন
খেলা করে নর-নারীর অন্তরে,
কষ্টের নগরে পড়ে থাকি
আমার সকল ভাবনার প্রান্তরে।