বিশ্রাম নেই, নিস্তার নেই
অবসর নেই, ছুটি নেই।
-
বসে না মন কোনোখানেই
যেখানেই যাই শান্তি নেই।
-
পথ বেয়ে যেখানেই যাই
ঠাঁই নেই, ভিনদেশী ও ভাই।
-
হৃদয়ে মোর অকথিত বেদনা
দুনিয়াটা নইতো কারও ঠিকানা।
-
সুখের লাগি যা কিছু কর
মনটা তবে সোজা কর।
-
যতোই কর তুমি বাহাদুরী
জানো না কি করা জরুরি।
-
যে কাজে ব্যস্ত থাকি
সমাজ সংসার সবই বাকী।
-
যদি এসে যায় মরণ
বৃথা যাবে এই জীবন।
-
যত ভয় যত গ্লানি
পরিত্রাণ করো অন্তর্যামী।

মাওলারে তুই যাসনে ভুলে
পৃথিবীটা কেন এত গোলেমালে।
-
১৯ জুন, ২০২০ খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।