দিনের আলো গ্রাস করে
দক্ষিনা বাতাস বহিছে,
পশ্চিম আকাশে রক্তিম সূর্য
নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে।

পূর্ব দিগন্তে মেঘের স্রোত
ধেয়ে এলো আধার,
ঝড় আসে তীব্র বেগে
গ্রাম-শহর একাকার।

মেঘের ভিতর উকি দেয়
ঝিলিমিলি কত তারা!
যেদিকে তাকায় খেলা করে
আকাশ জুড়ে বারিধারা।

চৈত্রের শেষে হিমেল স্রোতধারা
কি হল আজ!
সময়ের অকাল মৃত্যুতে যেন
অনর্থক সব কাজ।

আধার ঘরে বসে আছি
ফুলের গন্ধ আসে,
জীবনের এই বিচিত্র সময়ে
কেউ নেই পাশে।

অস্থির মন নিঃসঙ্গ পথিক
যেথায় সেথায় ছুটে,
চার দেয়ালের ভিতর আজ
কেমন করে কাটে?


৪ এপ্রিল, ২০১৯খ্রিঃ || নবীনগর, ব্রাহ্মনবাড়িয়া।