বিশ্বাস ভঙ্গের অনুভূতি জানো না
যুদ্ধের চেয়েও নির্মম
নিয়ম মেনে চলো আজ দূরে থাকি
তবু নতজানু হবো না।
করুণা করতে আসেনি
দয়া দেখাতেও আসেনি
খুব বেশি ভাল থাকতে নেই।
আমি সেই যুদ্ধের কথা বলছি
জীবন যুদ্ধের ইতিকথা।
ধুঁকে ধুঁকে বাঁচতে শেখার-
অনুভূতি কেমন তা জানো না।