ঢেউ উঠেছে তপ্ত ঢেউ
আগ্নেয়গিরির অবিরাম ঢেউ,
রাত দুপুর জেগে থাকে
পৃথিবীর বুকে কেউ।
তপ্ত লাভার স্রোতে
হেঁটে হেঁটে চলছে উদগীরণ,
আগ্নেয়গিরির মৃত্যুমিছিল
সিংহের মতো গর্জন।
হাজার বছর ধরে
তপ্ত লাভার দংশণ,
মাটির বুক ছিড়ে
ক্ষণে ক্ষণে বিস্ফোরণ।
আগ্নেয়গিরির মৃত্যু ফাঁদ
ভয়ঙ্কর হয়ে উঠছে,
নীলাভ আকাশে মৃদু হাসি
ফুটন্ত লাভা অবিরাম জ্বলছে।
যা কিছু সামনে পায়
সবকিছু গিলে খায়,
নীরব ঘাতক হেটে চলে
উত্তপ্ত ধোঁয়া, ছাই।
তপ্ত লাভার স্রোতে
পুড়েছে কতশত বাড়িঘর,
ধীরে ধীরে আগ্নেয়গিরির অগ্রসর
হারিয়ে গেছে বহু নগর।
২১ ডিসেম্বর ২০১৮খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।