একলা হাটি নিসঙ্গ পথিকের মত
নিঃশব্দে চলতে থাকি,
জন্মে থেকেই অবিরাম ছুটি
নিজেকে লুকিয়ে রাখি।
ক্লান্ত পথচারীর মত যুগ যুগ
নিজেকে গুটিয়ে রেখেছি,
একটু ঝড়ের ঝাপটা দেখলেই
পাথরের মূর্তির মত থেকেছি।
শিকল বাঁধা শরীর নিয়ে
কতটুকু আর যাওয়া যায়,
সূর্যের জলন্ত ত্যাজের মাঝে
অশ্রুজল নিয়ে পালিয়ে বেড়ায়।
একটু নড়ে দাড়িয়ে আছি
লজ্জাবতী গাছের মত,
রক্তাক্ত পথে একলা চলি
যাবো বলেই আজও নিদ্রিত।
১০ মে, ২০১৯ খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।