এই জগতে সকাল সাঁঝে
বাহারি লোকের দেখা পাই,
দেহ-আত্মার দুটি চরিত্র
বুঝা বড়ই কঠিন ভাই।
-
রঙের দুনিয়া রঙের মানুষ
ভিতর-বাহিরে দুটি সত্ত্বা,
রাত-দুপুরে মনের প্রতিচ্ছবি
খুঁজে পাই না নির্ভরতা।
-
মনের কথা শরীরের ভাষা
যদি থাকে অভিন্ন ছবি,
তবেই যেন শান্তি পাই
ছিন্ন হয় বিষন্নতার ছবি।
-
সুখ-দুঃখের নীরব দীর্ঘশ্বাস
ভাঙ্গা-গড়ার বহুরূপী জীবনকাল,
ভাল-মন্দের সেই জগতে
কেটে যায় আমার বহুকাল।
-
দুঃসময়ে নেই কেহ পাশে
সম্পর্কের ইতি টান,
মনের আয়নাতে ভেসে উঠে
ভাঙ্গা সম্পর্কের টান।