জন্মেছি জগতে পরকালের যাত্রী হতে
প্রতি মুহূর্তে কালের সঙ্গে লড়াই করি,
জরাজীর্ণ পৃথিবীতে তারুণ্যকে মুক্তি দিয়ে
বার্ধক্যের দিকে ছুটে চলছে দেহঘড়ি।
মুমূর্ষু মানব কিসের এত অহংকার!
ক্ষণস্থায়ী জীবনের নেই কোনো বিশ্বাস,
একদিন হারিয়ে যাবে জীবনের গতি
থাকবে না প্রাণের চরম উল্লাস।
মানব তুমি হতে চাও চির অমর!
চরম বাস্তবতাকে করো অস্বীকার,
সম্মুখে তোমার মৃত্যুর অভিশাপ
হারাবে জীবনের স্বাদ, নামবে অন্ধকার।
শেষ হয় না জীবনের সংগ্রাম
ক্ষুধার্ত পৃথিবীতে ক্ষতবিক্ষত জীবন,
চিরস্থায়ী হবে না যৌবনকাল
নিকটেই হারাবে আপন ভুবন।
চারিদিকে মৃতদের হাহাকার মিছিল
যৌবন জীবন ফুরোবে বার্ধক্যের আগমনে,
জীবন যুদ্ধে পরাজিত, মৃত্যুকে ভয় পায়
তবু জীবন অসহায় সময়ের ব্যবধানে।
০১/০৫/২০১৮খ্রিঃ || সুনামগঞ্জ