ফুল ফোটে ফুল ঝরে
বৃষ্টি ভেজা সিক্ত দিনে,
ছুটে যায় বারে বারে
পাহাড়ী ঐ সবুজ বনে।
ছুয়ে যায় মন আমার
কাচা পাতার চায়ের ঘ্রাণে,
বেলা ডুবে জাগে আঁধার
অপরূপ মোহ লাগে প্রাণে।
চন্ডিছড়া থেকে সুরমা বন
কত যে দেখেছি জোছনায়,
কাব্যের নীড়ে বেধেছি মন
বাধ ভাঙ্গা প্রকৃতির মায়ায়।
নীড়ের পাখিরা অবিরাম ছুটে
পথিক ছুটে বনে বনে,
ঝরে আকাশ সবুজ মাঠে
রঙধনু ভাসে আপন মনে।
বাসা বেধেছি কাব্যের নীড়ে
পড়ে থাকে সেথায় মন,
আকাশ ছোঁয়া ঐ পাহাড়ে
ছুটে যাই যখন তখন।