সেই কবে থেকে ছুটছি
বদলে যায় বারবার
যেন প্রকৃতির নিয়মেই।
আচমকা একদিন
থেমে যেতে হবে।
প্রকৃতির সাথে
নিজেকে জানান দেই।
হৃদয় কুরে কুরে খায়,
কখনও হাসায়,
কখনও কাঁদায়।
বিবর্ণ জীবন, স্তব্ধ হই।
অজানাকে জানার প্রচেষ্টায়
মেতে উঠি সকাল-সন্ধ্যায়।
চারপাশের পৃথিবীটা আজ অবধি
অচেনা রয়ে গেল।
গোধূলীর পরে নিঃসঙ্গ পৃথিবী
কেটে যায় নীরবে।
ছোট ছোট ভাবনা
মনের কোণে খেলা করে।
উপলব্ধি যেন গভীরতা বাড়ায়।
জীবনের রঙ কালে কালে
অবিরাম পাল্টে যায়।
প্রদীপ জ্বালাবে কে!
নিত্য জীবন পথে,
চলার পথ অজানা।
নিঃশ্বাসে নিঃশ্বাসে
ফুরিয়ে যাচ্ছে জীবন বাতি।
সম্মুখে অমাবশ্যার আধার,
সবকিছু চুরমার করে
ছুটছি অগত্যা মিছিলে।


২৩ নভেম্বর,২০১৮খ্রিঃ || চুনারুঘাট, হবিগঞ্জ।