প্রকৃতির যেন প্রতিশোধ নেয়ার সময় হয়েছে
পৃথিবীটা আজ বন্দী শিবিরে পরিণত।

যেই শহরে প্রতিদিন হাসি-আনন্দে কেটে যেত
করোনার প্রাদুর্ভাবে সেই শহর আজ স্তিমিত,
ঘুম থেকে উঠে দেখি শুধু লাশের স্তূপ
নগরের অলিগলিতে কোনো কোলাহল নেই।

চৌরাস্তার মোড়ে সারি সারি লাশের গাড়ি
লাশ সৎকার করার মত যেন কেউ নেই,
ক্ষমতার দাপটে পৃথিবীটা বিত্তবানদের দখলে
কিন্তু আজ দ্বন্দ্বের শহরে সরকারও অসহায়।

শ্রমজীবীদের মাঝে যেন করোনার ভয় নেই
কারফিউও যেন সঙ্গরোধ করতে পারছে না,
ক্ষুধার্ত শিশুটির আর্তনাদ থামাবো কি করে?
চারিদিকে ক্ষুধার্তের আর্তনাদে নির্ঘুম পৃথিবী।

জীবাণুর সাথে মানবজাতির যুদ্ধ চলছে
যুদ্ধ কখন শেষ হবে? কেউ জানে না,
যুদ্ধ কেন পৃথিবীতে শেষ হয়ে যায় না
তাই রেখে গেলাম আজকের বিক্ষুভ।

পৃথিবীতে একটা যুদ্ধের অবসান হলে-
আরেকটা যুদ্ধের নীরব প্রস্তুতি নিতে হয়।

২৮ মার্চ, ২০২০ খ্রিঃ || নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।