পাথরের শহরে স্নিগ্ধ সকালে
এভাবে চলবে আর কদিন!
আচমকা মনের ভিতর ঝড় এসেছে
হৃদয় ক্যানভাসে শূণ্যতা রাত দিন।
ব্যস্ততার কল্লোলে চলছি যেমন তেমন
সন্ধ্যার অবসরে হই উতলা,
যখন ছিলাম ক্লান্তিতে চোখ বুজে,
ঘুম হতে উঠি আমি করি হেলা।
গ্রীষ্মের কোন তপ্ত দুপুর বেলায়,
নীল আকাশকে করেছি আপন,
সবুজ ধান ক্ষেত আর কাশবন
ফুল-পাখিরে জানাই সাদর আমন্ত্রণ।
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া
১২ জুলাই, ২০২৩ খ্রিঃ