কে জানে কি হবে কাল
চলছে বিধাতার নিরব খেলা,
পাপীরা আজ পাপে মত্ত
আমি যে পথ ভুলা।
-
রোগে শোকে জীর্ণ পৃথিবীটা
ঘরে বাহিরে আতঙ্কে ভরা,
যুগে যুগে মরছে কত প্রাণী!
প্রাণঘাতী ভাইরাসে স্বজনহারা।
-
প্লেগ, কলেরা, বার্ড ফ্লু, মার্স
সোয়াইন ফ্লু, ইবোলা সার্স,
দেশে দেশে আতঙ্কের নাম
মহামারি আজ করোনা ভাইরাস।
-
পাল্টে গেছে সব কিছু
গ্রাম শহর বন্দরের চিত্রটা,
দেশে দেশে চলছে স্থবিরতা
মসজিদ, মন্দির,গীর্জা,প্যাগোডা।
আতঙ্কে আজ বিশ্ব কাঁপছে
স্তিমিত হতে কত দূর?
নিথর দেহ পড়ে আছে
দেশে দেশে করোনার সুর।
২২ মার্চ, ২০২০ খ্রিঃ
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া