জানালার পাশে দৃষ্টি এড়ায়নি
কিচির মিচির যুগল ধ্বনি।

ডানা মেলে ঐ কোণে
ছুটে সারাদিন আকাশ পানে।

ফিরে আসে ফড়িং মুখে
চড়ুই ছানাকে খাওয়ায় সুখে।

চড়ুই পাখি, দুটি পাখি
চলার পথে কত মাখামাখি!

চড়ুই পাখি, চড়ুই পাখি
সারাদিন করে শুধু ডাকাডাকি।

যখন তখন করে উড়াউড়ি
এপার ওপার দালান বাড়ি।

নির্ভয়ে যেন ঘরে ফিরে
অবাক দৃষ্টিতে তাকায় নীড়ে।

রাত নেই, দিন নেই
বাড়ি ছাড়ে না কিছুতেই।

কেন ডাকিস বারবার এত?
নির্ঘুম আমি, লিখি অবিরত।


২৬ মার্চ ২০১৯ খ্রিঃ || আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।