বিষন্নতা কেটে যায় কোকিলের গানে
হৃদয়ে বসন্তের আগমন,
চারিদিকে আজ পরিবর্তনের ছোঁয়া
জাগে নতুন প্রাণের স্পন্দন।

শিরায় শিরায় যেন জাগে শিহরণ
উদাসী হাওয়ায় বিরহী মন,
প্রকৃতির রূপে হৃদয় স্পর্শ করে
শূণ্য হৃদয়ে ভরা যৌবন।

মৌমাছির গুঞ্জনে মুখরিত ফুল বাগান
রঙিন সাজে সজ্জিত প্রকৃতি,
উচ্ছ্বসিত পড়ন্ত বিকেলে রঙ
ফুলে ফুলে রঙিন প্রজাপতি।

শীতের খোলস ছেড়ে উষ্ণতার অনুভূতি
শুকনো পাতার মর্মর ধ্বনি,
দখিনা হাওয়ায় মন উতলা করে
ফাল্গুনী আমেজে সেজেছে তরুণ-তরুণী।


২ মার্চ ২০১২খ্রিঃ || চুনারুঘাট,হবিগঞ্জ।