হারিয়ে যাব অচেনা কোনো জগতে
পেছন থেকে আর ডেকো না
হঠাৎ একদিন মায়াবী শহরটি ছেড়ে চলে যাব।
সেদিন হয়তোবা বলার সুযোগ হবে না,
তাই আজই বিদায় নিলাম।
একাকী চলার পথে সঙ্গ দেয়ার জন্য
কৃতজ্ঞতা জানাই অচিনপুরের বন্ধুটিকে।
হে মৎসকন্যা, যদি মনে পড়ে আমাকে
তারার দিকে তাকিয়ে থেকো
চাঁদের সঙ্গে কথা বলো,
প্রজাপতির কাছে চিঠি লিখো।
শিশির ভেজা ভোরের প্রভাতে
পড়ন্ত বিকালে,কফি হাউজের আড্ডাতে
নদীর তীরে, লোকালয়ের ভীড়ে
সবুজ বৃক্ষতলে, সাঁঝের আধারে
গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে
বারে বারে মনে পড়বে তোমাকে।
মেঘালয়ের সীমানা ছেড়ে ত্রিপুরার
নো ম্যান্স ল্যান্ডের শেষ প্রান্তেও
দাড়িয়ে মনে পড়বে,বার বার ডাকলেও
ফিরতে পারবো না তোমার কাছে।