আকাশ ভরা তারার মেলা
জ্বলছে আলোর ঝিকিমিকি,
শীতল ছায়ায় জোনাক বাতি
আধার রাতে দেখি।
চাঁন্দের হাসি দিগন্ত জুড়ে
ছুঁয়ে গেছে মন,
রূপালী জোৎস্না হারিয়ে গেলে
কাঁদে পুষ্প কানন।
সবুজ মাঠে ঐ প্রান্তরে
জাগলো সারা ঘাসফুল,
রূপের বাহার দিঘির কোণে
জল মাখানো পদ্মফুল।
বৈকালের ঐ আকাশ কোণে
সূর্য মামা দোলে,
মেঘের কোলে বকের সারি
উড়ছে ডানা মেলে।
মেঘ মাখানো ঢেউ জাগানো
খেলছে সারা বেলা,
গগন কোণে অসীম ছায়া
ভাঙ্গা গড়ার খেলা।