আবছা আঁধার উঁকি মারে
আকাশ পানে মেঘ উড়ে
সূর্য্যি মামা ঘুমিয়ে পড়ে
আঝোর ধারায় বাদল ঝরে।
রাখাল বালক কোথা রে
বনের পশু ছুটে রে
ডাকছে আকাশ হুহু করে
বৃষ্টি কেন থামে নারে।
বৃষ্টি ভেঁজা ভর দুপুরে
বাঁধের পানি ছুটে রে
নায়ের মাঝি কোথা রে
নদীর কূলে গায় রে।
গায়ের পথ কোথা রে
কাদা জলে ডুবে রে
বিল-ঝিল হাওর-বাওরে
সব কিছু একাকার রে।
ভাবনা আসে ঘুরে ফিরে
ডুবছে শহর একটু করে
ঝড় আসে বারে বারে
যাচ্ছি তবে শহর ছেড়ে।