এ কূল ভাঙ্গে ও কূল গড়ে
নদীর জোয়ার স্রোতে
ভাটির দেশে যাচ্ছিস তবে
কার উষ্ণ স্রোতে।
-
কত পাহাড়! কত দেশ!
সীমানা পাড়ি দিয়ে,
অসীম আকাশ, অদম্য নদী
কেমনে গেছিস বেয়ে?
-
আকাশ ও নদী রঙ বদলায়
দেখতে কি পাও?
আকাশ ও নদীর কত মিল
থামেনা যে কোথাও।


১০ সেপ্টেম্বর, ২০১৯খ্রিঃ
শ্যামগ্রাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।